ক্রিকেটের উজ্জলতা হারানোর শঙ্কা
ডন জানায়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা এই সিদ্ধান্তকে অন্যায্য বলে সমালোচনা করেছেন এবং ভারত-বাংলাদেশ বিরোধের প্রভাব টুর্নামেন্ট লজিস্টিকসে পড়েছে বলে উল্লেখ করেছেন।
বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ ০৯:২৭:৩৭ এএম
শেয়ার করুন:

আদিত্য আজাদ, ঢাকা
ঢাকা : ২৫ জানুয়ারি ২০২৬: বিশ্ব মিডিয়ায় বাংলাদেশ প্রসঙ্গ
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ নিয়ে বিশ্বের বিভিন্ন মিডিয়া বেশ কিছু প্রতিবেদন প্রকাশ হয়েছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের অংশগ্রহণ বাতিল হওয়া এবং নিরাপত্তা ইস্যুতে ভারত সফরে অস্বীকৃতির বিষয়ে ২৫ জানুয়ারি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
রোববার (২৫ জানুযারি) বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের অনুপস্থিতি গেমটির জন্য একটি দুঃখজনক মুহূর্ত। প্রতিবেদনে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফিকা-র প্রতিক্রিয়া উদ্ধৃত করা হয়েছে।
রয়টার্স জানায়, নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ভারত সফরে অস্বীকৃতি জানানোর পর আইসিসি তাদের টুর্নামেন্ট থেকে সরিয়ে দেয়। প্রতিবেদনে স্টেকহোল্ডারদের ঐক্যের ওপর জোর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা, ‘বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় আইসিসির সমালোচনা করেছেন ক্রিকেটার ও কর্মকর্তারা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক খেলোয়াড় ও ক্রিকেট কর্মকর্তারা আইসিসির এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। আল জাজিরা জানায়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও বিষয়টি জনসমক্ষে তুলে ধরেছেন এবং আইসিসির বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ আনা হয়েছে।
অস্ট্রেলিয়ার এবিসি নিউজ জানিয়েছে, নিরাপত্তা শঙ্কায় ভারতে যেতে অস্বীকৃতি জানানোর পর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আইসিসি বাংলাদেশের শূন্যস্থানে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে এবং এর পেছনের কারণ ব্যাখ্যা করেছে।
ভারতের দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের প্রতিবেদনে লিখেছে, বাংলাদেশের বাদ পড়ার পর স্কটল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য দ্রুত ভারত সফরে আসছে। পত্রিকাটির খবরে বলা হয়, স্কটল্যান্ড কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে নির্ধারিত সময়ের আগেই ভারতে পৌঁছানোর পরিকল্পনা করেছে। প্রতিবেদনে স্কটল্যান্ডের অন্তর্ভুক্তির প্রক্রিয়া তুলে ধরা হয়েছে।
পাকিস্তানের ডন পত্রিকা, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্থলাভিষিক্ত স্কটল্যান্ড’ শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ ভারতে ভ্রমণে অস্বীকৃতি জানানোর পর আইসিসি স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে। ডন জানায়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা এই সিদ্ধান্তকে অন্যায্য বলে সমালোচনা করেছেন এবং ভারত-বাংলাদেশ বিরোধের প্রভাব টুর্নামেন্ট লজিস্টিকসে পড়েছে বলে উল্লেখ করেছেন।
সংযুক্ত আরব আমিরাতের দ্য ন্যাশনাল, ‘পাকিস্তান ২০২৬ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে কী হবে?’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ বাদ পড়ার পর পাকিস্তানও যদি টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে, তবে সম্ভাব্য পরিস্থিতি এবং আর্থিক প্রভাব কী হতে পারে। প্রতিবেদনে বাংলাদেশের শূন্য পদে স্কটল্যান্ডের যুক্ত হওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
তাইপেই টাইমস, নেপাল ক্রিকেট দলের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ নেপালের গ্রুপে থাকলেও তারা টুর্নামেন্ট থেকে বাদ পড়তে পারে এবং তাদের জায়গায় স্কটল্যান্ড খেলতে পারে।
মালয় মেইল জানিয়েছে, রাজনৈতিক পটপরিবর্তন ও চলমান তদন্ত সত্ত্বেও সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার সুযোগ রয়েছে। পত্রিকাটিতে বিসিবি কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, সাকিব ফিট থাকলে এবং ম্যাচে উপস্থিত হতে পারলে তাকে বিবেচনায় রাখা হবে। প্রতিবেদনে বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ার প্রসঙ্গটিও উল্লেখ করা হয়েছে।
নবোদয়/ এএ/ জেডআরসি/ ২৫ জানুয়ারি ২০২৬