দ্বিমুখী চাপ ও সংকটে বাংলাদেশ
>> রাজনীতির মাঠের চেয়েও বেশি নাটকীয়তা এখন ক্রিকেট বোর্ডে
>> এবারের নির্বাচনে মোড় ঘোরানোর হাতিয়ার- সোশ্যাল মিডিয়া
বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ ০৯:২৭:১৬ এএম
শেয়ার করুন:

আদিত্য আজাদ, ঢাকা
গত ২৪ ঘণ্টায় বিশ্ব মিডিয়ায় বাংলাদেশ নিয়ে বেশ কিছু প্রতিবেদন প্রকাশ হয়েছে। এসব প্রতিবেদনে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা, ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্থান পেয়েছে। রয়টার্স, আল জাজিরা, টাইমস অব ইন্ডিয়া, স্ট্রেইটস টাইমস, এনডিটিভিসহ বেশ কয়েকটি গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (২২ জানুযারি) রয়টার্স-এ প্রকাশিত, Bangladesh seek ‘miracle’ to secure T20 World Cup participation (টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করতে ‘অলৌকিক’ কিছুর অপেক্ষায় বাংলাদেশ) শিরোনামে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, আইসিসি ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনার পরিকল্পনা করছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, রাজনৈতিক উত্তেজনার কারণে বাংলাদেশ ভারতে খেলা নিরাপদ মনে না করলেও, আইসিসি কোনো হুমকি খুঁজে পায়নি এবং মূল সময়সূচি বহাল রেখেছে।
আল জাজিরায়, TikTok, Facebook, YouTube: Bangladesh’s latest election battlegrounds অর্থাৎ টিকটক, ফেসবুক, ইউটিউব: বাংলাদেশের নির্বাচনের নতুন যুদ্ধক্ষেত্র- শিরোনামে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রচারণার জন্য টিকটক, ফেসবুক এবং ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যাপকভাবে ব্যবহার করছে। তরুণ ভোটারদের আকৃষ্ট করতে দলগুলো ভাইরাল গান ও ভিডিও তৈরি করে অনলাইনে তুমুল প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে।
টাইমস অফ ইন্ডিয়ায়, T20 World Cup: ICC rejects Bangladesh’s venue shift demand, says no threat to team and gives BCB 24 hours অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি প্রত্যাখ্যান আইসিসির, দলের কোনো হুমকি নেই উল্লেখ করে বিসিবিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম- শিরোনামে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। আইসিসি বোর্ড সর্বসম্মতিক্রমে ভারত থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান করেছে, কারণ নিরাপত্তা মূল্যায়নে বাংলাদেশ দলের জন্য কোনো হুমকি পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি বাংলাদেশকে ২৪ ঘণ্টার সময় দিয়েছে নিশ্চিত করার জন্য যে তারা মূল সময়সূচি অনুযায়ী খেলবে কিনা, অন্যথায় তাদের পরিবর্তে অন্য দল (সম্ভবত স্কটল্যান্ড) খেলবে।
স্ট্রেইটস টাইমস-এ, Bangladesh launches campaigns for first post-Hasina polls অর্থাৎ হাসিনা পরবর্তী প্রথম নির্বাচনের প্রচারণা শুরু করল বাংলাদেশ- শিরোনামে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৪ সালে শেখ হাসিনার পতনের পর প্রথমবারের মতো ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা ২২ জানুয়ারি শুরু হয়েছে। নিবন্ধে উল্লেখ করা হয়েছে যে, বিএনপি নেতা তারেক রহমান সিলেটে একটি বিশাল সমাবেশে ভাষণ দিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন ও সংস্কার সংক্রান্ত গণভোটের প্রস্তুতি নিচ্ছেন।
হিন্দুস্তান টাইমস-এ, Bangladesh World Cup standoff hits the dressing room as sports advisor meets players under ICC 24 hour ultimatum অর্থাৎ আইসিসির ২৪ ঘণ্টার আল্টিমেটামের মধ্যে ক্রীড়া উপদেষ্টার খেলোয়াড়দের সাথে বৈঠক, বাংলাদেশ বিশ্বকাপ অচলাবস্থা ড্রেসিংরুম পর্যন্ত গড়িয়েছে- শিরোনামে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। নির্ধারিত সফরে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত না করলে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার মুখোমুখি হতে হবে।
নবোদয়/ এএ/ জেডআরসি/ ২২ জানুয়ারি ২০২৬