১২ ফেব্রুয়ারি নির্বাচন, ২১ জানুয়ারি ডেডলাইন
এপি (AP): আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় নির্বাচনে অংশ নিতে পারছে না।
টাইমস অব ইন্ডিয়া/ডন: আইসিসি বাংলাদেশকে ২১ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে—ভারতে বিশ্বকাপ খেলবেন কি না, সিদ্ধান্ত জানান।
বর্তমান স্ট্যাটাস: বিসিবি শ্রীলঙ্কায় ভেন্যু সরানোর প্রস্তাব দিলেও আইসিসি তা নাকচ করে দিয়েছে।
বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ ০৯:২৭:৫০ এএম
শেয়ার করুন:

আদিত্য আজাদ, ঢাকা
ঢাকা : ২০ জানুয়ারি ২০২৬: বিশ্ব মিডিয়ায় বাংলাদেশ প্রসঙ্গ
টি-টোয়েন্টি বিশ্বকাপ ভেন্যু ও ভারতীয় লিগ নিয়ে বাংলােদশ ও ভারেতর দ্বন্দ্বে উত্তপ্ত ক্রীড়াঙ্গন। চলমান কূটনৈতিক টানাপোড়েনে বাংলাদেশি খেলোয়াড়দের স্পন্সরশিপ থামিয়ে দিয়েছে ভারতীয় কোম্পানি এসজি।
মাঠের বাইরের এই অস্থিরতা দলের পারফরম্যান্সে প্রভাব ফেলছে বলে স্বীকার করেছেন বাংলাদেশ অধিনায়ক। বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের আইপিএলে খেলতে না দেওয়ায় দেশ দুটির মধ্যে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এর অবসান কবে এবং কীভাবে থামবে সেটা কেউ জানে না।
এদিকে অ্যাসোসিয়েটেড প্রেস (AP) নিশ্চিত করেছে, ২০২৪-এর অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ১২ ফেব্রুয়ারি, ২০২৬। তবে ভোটের মাঠের চেয়ে বড় খবর হলো ব্যালট পেপারের শূন্যতা।
ইউনূস সরকারের সিদ্ধান্তে সাবেক শাসকদল আওয়ামী লীগ নিষিদ্ধ। ফলে ১২ তারিখের নির্বাচনটি আদতে একটি "একক যাত্রার" আনুষ্ঠানিকতা হতে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার অভ্যন্তরীণ মাঠে বিরোধীদের 'আউট' করতে পারলেও, আন্তর্জাতিক মাঠে নিজেরাই কোণঠাসা।
সংকটের কেন্দ্রবিন্দু এখন ক্রিকেট কূটনীতি। ডন এবং এনডিটিভি (NDTV)-এর রিপোর্ট অনুযায়ী, আইসিসি আর কোনো 'নেগোসিয়েশন' মুডে নেই। সংস্থাটি পরিষ্কার জানিয়ে দিয়েছে: নিরাপত্তা ইস্যুতে ভারত সফর বাতিল করলে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে রিপ্লেস করা হবে। আল জাজিরা জানাচ্ছে, বিসিবি অনড়—তারা আইপিএল সম্প্রচার বন্ধ করে পাল্টা বার্তা দিয়েছে। কিন্তু আইসিসির আল্টিমেটাম ২১ জানুয়ারি শেষ হচ্ছে।
এই মুহূর্তে বিসিবির সামনে তিনটি কঠিন অপশন খোলা আছে (যা স্পোর্টস ডেস্কের জন্য গুরুত্বপূর্ণ): ১. ভারতে যাওয়া: এতে বিশ্বকাপের স্লট বাঁচবে, কিন্তু সরকারের 'ভারত-বিমুখ' অবস্থান ও ঘরোয়া সেন্টিমেন্ট ক্ষতিগ্রস্ত হবে।
২. বয়কট করা: এতে জাতীয়তবাদী ইগো বাঁচবে, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বড় ধরনের নিষেধাজ্ঞা ও আর্থিক জরিমানার মুখে পড়বে। ৩. শেষ মুহূর্তের আপস: নিরপেক্ষ ভেন্যুর দাবি ছেড়ে দিয়ে শুধু নিরাপত্তার বাড়তি গ্যারান্টি নিয়ে ভারতে যাওয়া।
বটম লাইন: ১২ ফেব্রুয়ারি সরকার রাজনীতিতে 'ওয়াকওভার' পাচ্ছে এটা নিশ্চিত। কিন্তু ২১ জানুয়ারি আইসিসির ডেডলাইনে বিসিবি যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারে, তবে বাংলাদেশের ক্রিকেট কূটনীতি 'ডাক' মেরে প্যাভিলিয়নে ফিরবে। রাজনীতি নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু আইসিসি নিয়ন্ত্রণ করা ঢাকার সাধ্যের বাইরে।
নবোদয়/ এএ/ জেডআরসি/ ২০ জানুয়ারি ২০২৬